রাজ্যে ভোটের দামামা শুরু হয়ে গেল।র্নিবাচন কমিশন ২৭শে র্মাচ থেকে ভোটগ্ৰহনের র্নিঘন্ট ঠিক করছেন।এরাজ্যে এইবার ৮ দফায় ভোটগ্ৰহন নেওয়া হবে।ভোট যাতে সুষ্ঠ ভাবে সম্পন হয় তার জন্য র্নিবাচন কমিশন যথাযথ ব্যবস্থা নিচ্ছে।ভোট গ্ৰহনের আগে ভোটকর্মীদের প্রশিক্ষন চলছে।কিন্তু এই চরম পরিস্থিতিতে শিক্ষক ওঅশিক্ষক কর্মীরা ভোটকর্মীদের নিরপত্তা সুনিশ্চিত করা,কেন্দ্রীয় বাহিনী দিয়ে তাদের সুরক্ষা দান ও কোনো ভোটগ্ৰহনের সময় যদি কোনো ভোটকর্মী মারা যায় তাহলে ৫০ লক্ষ টাকা দিতে হবে এই সমস্ত দাবী নিয়ে সোচ্চার হয়েছেন।অল পোষ্ট গ্ৰাজুয়েট অ্যাসোসিয়েশন,অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যাডভ্যান্স হেডমিস্ট্রেস,সেকেন্ডারি টিচার্স অফ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং একাধিক টিচার্স সংগঠন তারা তাদের স্মারক লিপি জমা দিয়েছে জেলা আধিকারিকদের কাছে। রাজ্যে ভোটগ্ৰহনে নির্ঘন্ট হ ওয়ার পর থেকে রাজনৈতিক প্রচার ও চরম পর্যায়ে পৌঁছেছে।কিন্তু ভোটগ্ৰহনের সময় ভোটকর্মীদের ই সামনে থেকে কাজ করতে হয় ,তাই ভোটকর্মীদের নিরপত্তা দিয়ে সুরক্ষা প্রদান করতে হবে এই দাবী করা হচ্ছে।