বিশেষ প্রতিবেদন,২৩ শে ফেব্রুয়ারি
আজ ১০ ই ফাল্গুন, ভৈমী একাদশী। একাদশী উপলক্ষে শুরু হয়েছে মহাকাব্য মহাভারতের পাণ্ডবগণ এর দ্বিতীয় ভ্রাতা মহাবীর ভীমের পূজা।এই পূজাটি রুপনারায়ন নদীর তীরে প্রতিবছর ফাল্গুনী ভীম একাদশী তে অনুষ্ঠিত হয়। এই মন্দিরটি হাওড়া জেলার শ্যামপুর থানার রাধাপুর গ্রামে অনুষ্ঠিত হয় প্রতিবছর।করোনাকালে এবছর সব মানুষের কাছে একটু অন্যরকম , কিন্তু সবকিছু বিধি নিয়ম মেনেই আজ কে মহাবীর ভীমের পুজো করা হবে জানালো কর্তৃপক্ষ।
এই মন্দিরটি অবস্থানের জন্য লোকমুখে জায়গাটির নাম রাধাপুর ভীমতলা নামে পরিচিত পেয়েছে। জানা গেছে এই পূজাটি বিগত ১২৬ বছর ধরে চলে আসছে। মন্দির কে ঘিরে চারিদিকে মাঠজুড়ে সাতদিন ধরে চলে হরেক রকমের মেলার আসর। এই মেলাতে আশেপাশের গ্রাম থেকে এসে ভিড় জমায় আট থেকে আশি সবাই। মেলার মধ্যে থাকে ভাজা বাদাম , ঘুগনি, জিলিপি, খেলনা ও চিনামাটির বিভিন্ন ধরনের বাসন। তার সাথে সাথে থাকে বাচ্চাদের নাগরদোলা, ফুচকা , ফাস্ট ফুড স্টল সব মিলিয়ে রীতিমতো জাকজমকের মধ্য দিয়ে এই সাত দিনব্যাপী পূজা অনুষ্ঠিত হয়।