৭ই র্মাচ ব্রিগেডে বিজেপীর সমাবেশ হতে চলেছে।এই ব্রিগেডে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।আর বিজেপীর এই ব্রিগেড সমাবেশ নিয়ে গোটা বঙ্গ জুড়ে চলছে এক বড়ো জল্পনা।সেই জল্পনা হল বংলার ক্রিকেটার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় কে নিয়ে।এর আগেও তাকে নিয়ে নানা জল্পনা চলছিল বাংলার রাজনীতিতে। ক্রিকেটার সৌরভ নাকি ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভায় অংশ গ্ৰহন করতে চলেছেন, এমনই খবর শোনা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে।
জল্পনা আরো বেড়েছে বিজেপী নেতা ‘শমীক ভট্টাচার্যের’ কথায়।তিনি জানান,সৌরভ গঙ্গোপাধ্যায় তো শুনেছিলাম বিশ্রামে আছেন। তিনি এই রোদে যদি নেট প্র্যাকটিস এ আসেন তার মানে আমরা ধরে নিতে পারি যে খেলার আগের ওয়ার্ম আপ করতে নামা’। কিন্তু সৌরভ গঙ্গোপ্যাধায় পরিস্কারভাবে জানিয়ে দেন তিনি ব্রিগেডে যাচ্ছেন না।সমস্ত টাই জল্পনা ছিল বলে তার পরিবার ও জানিয়ে দেয়।