বিশেষ প্রতিবেদন, ২৫ মার্চ
২০২০ পুরো সালটি অতিমারী করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছিলো গোটা দেশে।ভারতবর্ষ ও তার ব্যতিক্রম নয়।তুলনামূলক ভাবে ভারতবর্ষ অনান্য দেশের মতো মৃত্যু হার সেভাবে বাড়েনি।কিন্তু আর্থিক ক্ষতি হয়েছে চূড়ান্ত।আবার ও করোনার দ্বিতীয় প্রকোপ শুরু হয়গেছে গোটা বিশ্বে ।ভারতে ও কিছু কিছু রাজ্যে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমন।অর্থনীতিবিদরা মনে করছেন যদি আবার ও ১৪৪ ধারা জারি করা হয় ,ভারতবর্ষ পড়বে চরম অর্থনৈতিক সংকটে।
এমনিতে করোনার কারনে বহু মানুষ তাদের কাজ হারিয়েছেন।এবার যদি আবার লকডাউন হয় ভারতবর্ষ চরম অর্থনীতি সংকটের কবলে পড়বে জানাচ্ছেন অর্থনীতিবিদরা।রির্জাব ব্যাঙ্কের মাসিক বুলেটিনের সর্বশেষ সংকরনে ডেপুটি মাইকেল দেবব্রত লিখছেন দেশ চরম অর্থনৈতিক সংকটের মধ্যে পড়তে চলেছে।এই সংকট আরো স্পষ্ট হবে জুন মাস থেকে।এর আগে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে ছিলো এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত এক সংকট হতে পারে অর্থনীতিতে।যা সত্য বলে প্রমানিত হয়েছে।জুনে অর্থনীতির হার ছিলো২৬.৩ শতাংশ।বর্তমানে করোনা আবার বিভিন্ন দেশে ছরিয়ে পরছে তাই আবার ও একবার চরম বিপর্যয় আসতে চলেছে তা বলাই যায়।যদি মানুষ সচেতন না হয়,সেদিন আর বেশি দূরে নেই।