বিশেষ প্রতিবেদন,২৬ ফেব্রুয়ারি
হাওড়া জেলার শ্যামপুর থানার পাশ দিয়ে বয়ে গেছে রূপনারায়ন নদ। আর এই রূপনারায়ণ নদের তীরই হয়ে উঠেছে অধিকাংশ মানুষেরই জীবিকা নির্বাহের কেন্দ্রস্থল।শ্যামপুর ১ নম্বর ব্লকের দিন আনা দিন খাওয়া মানুষগুলির বেশির ভাগটাই নির্ভরশীল এই ইটভাটার ওপর।এই নদের তীর বরাবর গড়ে উঠেছে বহু ইটভাটা। যেখানে কাজ করে বহু মানুষ।এমনি একটি ইটভাটার নাম হল সানি ভাটা।বুধবার পুরুলপাড়া – মায়াচর সংলগ্ন “সানি ভাঁটা” থেকে ইট ভর্তি লরি কাঠের ব্রিজ পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদেতে উল্টে পড়ে যায়। জানা যায় নদেতে ওই সময় ভাঁটা ছিল। এদিন সন্ধ্যা ছ’টার দিকে ঘটনাটি ঘটে।
ইটভাটার লোকজন ও কর্মচারীরা অনেক খোঁজাখুঁজি করার পরও ড্রাইভার ও খালাসির সন্ধান পাওয়া যায় নি। ওখানকার প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে পরে জানা যায় , ওই সময় গাড়িতে কোন খালাসি ছিল না, ড্রাইভার একাই ছিল। কিন্তু গাড়িটি উলটে যাওয়ার পরে ভাই গাড়ি থেকে পালিয়ে প্রাণে বেঁচে যায়।কোন মৃত ও হতাহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি।