ভারতীয় হিসাবে এক গর্বের সময়,ভারতীয় ক্রিকেটার মিতালী রাজ ১০ হাজার রানের রেকর্ড কে টপকে গেলেন।এক নতুন রেকর্ট তৈরি করল মিতালী রাজ।শচীন,ধনী,কোহেলীদের থেকে কোনো অংশে কম যায় না মহিলা ক্রিকেটার মিতালী রাজ।আগামী শুক্রবার লখন উয়ে প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডে তে ৫০ বলে ৩৬ রান করেন,আর তৎক্ষনাৎ ১০ হাজারের রানের মাইল ফলক বেরিয়ে যায়।
টি -টয়েন্টিতে মিতালী রাজ ২৩৬৪ রান করে,ওয়ানডেতে ৬৯৭৪ রান করেআর টেস্ট ম্যাচে ৬৬৩ রান করে তাই বর্তমানে সব মিলিয়ে মিতালী রাজের ১০ হাজার রানকে টপকে যায়।এক অভুতপূর্ণ নজির করলেন ।
আইসিসি ‘আধুনিক কিংবদন্তি’ আখ্যা দিয়েছে।বিসিসিআই ও কুর্নিশ জানিয়েছে মিতালী রাজ কে।গোটা বিশ্বে রানের ভিত্তিতে দ্বিতীয় স্থান অধিকার করেছে আর ভারতে প্রথম স্থান অধিকার করেছে।গোটা বিশ্বের কাছে ভারতের নাম উজ্বল করেছে মিতালী রাজ।ভারতীয় হিসাবে অত্যন্ত গর্ব বোধ হচ্ছে।তাকে অভিনন্দন জানিয়েছেন অনেক বিশিষ্ট মানুষরা তার মধ্যে রয়েছে সচিন তেন্দুলকার বীরেন্দ্র সেহওয়াগ ও আরও অনেকেই।