বিশেষ প্রতিবেদন ,২১ মার্চ
বর্তমান সময়ে বিশ্বের উন্নত দেশ গুলির মধ্যে জাপান অন্যতম।একটু খানি দেশ হলেও টেকনোলজিতে জাপানের নাম অন্যতম।সেই জাপান আবার কেঁপে উঠলো ভূমিকম্পে।এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হয়েছে। ২০১১ সালেও ভূমিকম্পে কেঁপে উঠেছিলো জাপান,সেবার ও ক্ষয়ক্ষতি হয়েছিলো অগাত।করোনা পরিস্থিতিতে জাপান ও অর্থনৈতিক দিক থেকে কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছে তার ওপর ভূমিকম্পে যাতে মানুষের ক্ষতি না হয় সেজন্য সর্তকবার্তা জারি করা হয়েছে।
জেট ট্রেন ও পরিবহন ব্যবস্থা কিছুক্ষনের জন্য বন্ধ রাখা হয়েছিলো।তবে কিছু সময় পর অবশ্য সর্তক বার্তা তুলে নেওয়া হয়।জাপানের স্থানীয় সময় অনুযায়ী সন্ধে ৬.৯ মিনিট নাগাদ মিয়াগি রিজিওনের প্রশান্ত মহাসাগরের জলস্তরে ভুমিকম্প হয়।রিখটার স্কেলে এই ভুমিকম্পের তীব্রতা ছিলো ৭.২। প্রায় ৬০ হাজার এলাকা জুরে কেঁপে ওঠে ভুমিকম্পে।তবে এখন সব স্বাভাবিক।