বিশেষ প্রতিবেদন,৪ মার্চ
তৃণমূলে আবারও এক নতুন চমক । নতুন করে আবার তৃণমূলে যোগ দিলেন কীর্তনীয়া অদিতি মুন্সি (Aditi Munshi)। এতদিন ধরে( ২০১০ ) সাল থেকে সঙ্গীত জগতে তার ভালোই নাম ডাক ছিল। অদিতি মুন্সি ভারতীয় কীর্তনের ধারাকে বজায় রেখেছেন নতুন প্রজন্মের মধ্যেও।সা রে গা মা পা(Sa Re Ga Ma Pa) থেকে জনপ্রিয়তা পাওয়ার পরই অদিতি মুন্সিকে দেখা যেতো বিভিন্ন অনুষ্ঠানে।তিনি বিভিন্ন জায়গাতে স্টেজ শো করতেন।এই রকমই এক এলাকায় একটি অনুষ্ঠানে যাওয়ার পরই অদিতির সাথে পরিচয় হয় তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর সাথে।২০১৮ সালে অদিতি মুন্সি ও তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।এতদিন অদিতি মুন্সি একজন কীর্তনীয়া সংগীতশিল্পী হিসেবেই জনসাধারণের কাছে পরিচিত ছিলেন। কিন্তু এইবার ২০২১ সালের বিধানসভা নির্বাচনে, অদিতি মুন্সি তৃণমূলে যোগ দেবেন বলে এমনটাই শোনা যাচ্ছে। তিনি বৃহস্পতিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এক আলোচনা সভায় উপস্থিতও হয়েছিলেন।