বৃহস্পতিবার চেন্নাই নিলামে মুম্বাই ইন্ডিয়ান্স এ শচীন পুত্র অর্জুন তেন্ডুলকার কে দলে শামিল করলেন।অর্জুনকে দলে নেওয়ার কারণ জানিয়ে মুম্বাই কোচ মাহেলা জয়বর্ধনে বলেন, “ওর প্রতিভার জন্যই নেওয়া হয়েছে ওকে। সচিনের নাম ওর পিছনে রয়েছে ঠিকই, তবে অর্জুনের সুবিধা যে ও বোলার, ব্যাটসম্যান নয়। আমার মনে হয় সচিন খুব গর্ব বোধ করবে অর্জুনের মতো বল করতে পারলে।গতবছর আইপিএলে মুম্বাইয়ের নেটে বল করেছিলেন অর্জুন সেই সুযোগে অর্জুনকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল জাহির খান। তিনি বলেন, “ওর সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি নেটে। অর্জুন খুব পরিশ্রমী। শেখার ইচ্ছে ওর মধ্যে প্রচণ্ড। এ বারের আইপিএল থেকে অনেক কিছু শেখার সুযোগ থাকবে ওর।
অর্জুন বলেন,”ছোটবেলা থেকে আমি মুম্বাই ইন্ডিয়ান্স এর ভক্ত। দলের সকলকে ধন্যবাদ আমার ওপর বিশ্বাস রাখার জন্য। নীল, সোনালি জার্সি পরতে মুখিয়ে রয়েছি ”।
তবে সমালোচকরা মনে করছেন শচীন পুত্র হওয়ার কারণেই কি অর্জুনকে কিনল মুম্বাই ইন্ডিয়ান্স, এই সমালোচকদের মুখ বন্ধ করার জন্য অর্জুনকে সঠিকভাবে নিজেকে মেলে ধরতে হবে।