ভারত ও ইংল্যান্ড টেস্ট খেলা হচ্ছে ১৩ ই ফেব্রুয়ারি থেকে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম চিপক স্টেডিয়ামে। টসে জিতে ব্যাট করতে নামে ইন্ডিয়া।
আজ দিনের প্রথমে ব্যাট করতে নেমে ৩২৯ রান করে ইন্ডিয়া ৯৫.৫ ওভারে।রিষভ পন্থ একদিকে নট আউট থেকে যায়।ইন্ডিয়া লিড দেয় ৩২৯ রানের। অপরদিকে প্রতিপক্ষ ইংল্যান্ড মাঠে নেমেই,ভারতীয় ডানহাতি বোলার ইশান্ত শর্মার দুর্দান্ত ফাস্ট বলের কাছে টিকতে পারেনি।ইশান্ত শর্মা যোশেফ বার্ণ কে ডাকে প্যাভিলিয়নের পথ দেখান।টি ব্রেক এর আগে পর্যন্ত ইংল্যান্ডের স্কোর ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৮ রান।রবীচন্দ্রন অশ্বিন ১৯ ওভারে ৩৬ রান দিয়ে তুলে নিয়েছেন চারটি উইকেট।অক্ষর প্যাটেল ২ টি এবং মহম্মদ সিরাজ ১ টি উইকেট নিয়েছেন।