২০২১ এর বিধানসভা র্নিবাচনের কথা ইতিমধ্যে ঘোষনা হয়ে গেছে।রাজ্যে এখন রাজনীতির পারদ চরম পর্যায়ে।সাধারন মানুষ থেকে রাজনৈতিক মানুষদের চরম উদ্বেগ চোখে পড়ার মতো।ভোট যাতে সুষ্ঠভাবে হয় তার জন্য ভোটকর্মীদের টীকা করনের ব্যবস্থা করা হয়েছে।কিন্তু তারক চক্রবর্তী নামে এক ভোটকর্মী করোনার টীকা নেবার ৩০ ঘন্টার মধ্যে মারা যায়।পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে করোনার টীকা নেবার কারনেই তার মৃত্যু হয়েছে।মৃত তারক চক্রবর্তী বোলপুর থানার অন্তগর্ত রজতপুর গ্ৰামের বাসিন্দা,বয়স ৫৩ বছর।তারক চক্রবর্তী পেশায় একজন অশিক্ষক কর্মী।গত বৃহস্পতিবার তিনি টীকা নিতে গিয়েছিলেন ,আর টীকা নেওয়ার কিছুক্ষনের মধ্যে ই তিনি অসুস্থ হয়ে পড়েন।সঙ্গে সঙ্গে তাঁকে বোলপুর মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়,সেখানে তাকে মৃত বলে জানানো হয়।সূত্র মারফত থেকে জানা গেছে, তারক বহু দিন থেকেই হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন।কিন্তু তার পরিবার এর অভিযোগ মৃত্যু হয়েছে করোনার টীকা নেবার কারনেই।তবে মৃত্যু সঠিক কারন এখন ও জানা যায়নি।পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে,আর সেই রিপোর্ট এলেই জানা যাবে মৃত্যু্র আসল কারন।