বিশেষ প্রতিবেদন, ৫ মার্চ
এক ধাক্কায় ভারতীয় রেলের টিকিটের দাম বেড়ে গেল তিন গুণ। আগে প্ল্যাটফর্ম টিকিটের দাম ছিল ১০ টাকা, সেই দামটা এখন বেড়ে হয়েছে ৩০ টাকা।রেলওয়ে সূত্র থেকে জানা গিয়েছে, প্লাটফর্ম টিকিট এর পাশাপাশি যাতায়াতের ক্ষেত্রেও ভাড়া বাড়ানো হচ্ছে। আগে ১০ টাকা টিকিটের বিনিময় যে দূরত্ব যাওয়া যেত সেই দূরত্বে যেতে গেলে টিকিটের মূল্য হবে ৩০ টাকা।
নিত্যযাত্রীরা এই সমস্যার চরম ভুক্তভোগী হচ্ছেন।ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে এই সিদ্ধান্ত নেওয়ার একটি মাত্র কারণ, “করোনা আবহে জনসাধারণ যাতে অযথা ট্রেনে না চড়েন, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে”।
প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই শহরতলীর ট্রেন গুলি কে বাদ দিয়ে দূরপাল্লার সমস্ত ট্রেনের ই ভাড়া বাড়ানো হয়েছিল। এর মাঝেই আবার নতুন করে ভাড়া বৃদ্ধিতে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।