দুই ভাইবোন ছিলেন নদীয়া জেলার কৃষ্ণনগরের বাসিন্দারা বিগত ছয় বছর ধরে কলকাতা দমদম ক্যান্টনমেন্টের মহেন্দ্র কলোনি এলাকার এই আবাসিকে বাস করতেন।এই আবাসিকের প্রতিবেশী দের সাথে তাদের খুব একটা ভালো মেলামেশা ছিল না, পুলিশকে জানিয়েছেন প্রতিবেশীরাই।এই ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে। প্রতিবেশী কারোর সাথে সেরকম কোনো মেলামেশা না থাকায়, কেউ খেয়াল করেনি যে তারা দুদিন ঘর থেকে বাইরে বেরোয়নি। ফ্ল্যাটে থাকা প্রতিবেশীরাই পচা দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেয় এবং পুলিশ এসে দরজা ভেঙ্গে ফ্ল্যাটে ঢুকে যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার করে। ভাইয়ের মৃতদেহটি মেঝেতে লুটিয়ে পড়ে থাকা অবস্থায় পুলিশ উদ্ধার করে। দুটি দেহই পচন ধরে গেছিল।আসলে কি কারনে মারা গেল সেই ঘটনার রহস্য এখনও জানা যায়নি।ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত, মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবেনা পুলিশ এটা জানিয়ে দিয়েছে।ঐ আবাসনের মালিকের সাথে পুলিশ কথা বলে এবং প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করেন।