বিশেষ প্রতিবেদন, ৩০ মার্চ
ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম এই দুই শক্তি যখন সাথে থাকে, তখন কোন মানুষকেই দমিয়ে রাখা যায় না। সে কোন না কোনভাবে তার লক্ষ্যে সে একদিন ঠিকই পৌঁছে যায়।পেপার বিক্রেতা ইন্দ্রজিৎ মন্ডল তার প্রকৃত উদাহরণ।এমনই এক নজিরবিহীন ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা জেলার আমতলা চৌরাস্তায়।দক্ষিণ ২৪ পরগনা জেলার আমতলা চৌরাস্তার খবরের কাগজ বিক্রেতা নাম ইন্দ্রজিৎ মন্ডল ভারতীয় সেনাবাহিনীতে BSF পদে যোগ দিতে চলেছেন।
এনাকে দেখে অনেকেই পাগল মনে করতেন, কারণ তিনি পেপার বিক্রি করার সময় A4 সাইজের পেপার ভাঁজ করে তার মধ্যে অংক করতেন।লোক চোখে পাগল ভাবা ছেলেটি আজ তার কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশ মাতৃকার সন্তানস্বরূপ নিজেকে উৎসর্গ করতে চলেছেন।অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনার আগামী দিনের জন্য।
@life(Facebook page)