বিশেষ প্রতিবেদন ,২১ মার্চ
করোনা পরিস্থিতিতে সাহায্য করী মানুষদের মধ্যে সোনু সুদের নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে।কারন তিনি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন,তাতে সাধারন মানুষের অফুরন্ত ভালোবাসা ওআর্শীবাদ পেয়েছেন।তিনি যেভাবে পরিযায়ী শ্রমিক দের বাড়ি পৌঁছে দেবার ব্যবস্থা করেছিলেন ,তাতে সিনেমার খলনায়ক বাস্তবের মাটিতে আসল হিরোতে পরিনত হন।শুধু তা নয় উরিষ্যাই আটকে পরা ছাত্রীদের জাহাজে করে বাড়ি দিয়ে আসার ব্যবস্থা করেছেন।তিনি যে বিপদে পরা মানুষের কাছে ভগবানের দূত হয়ে উঠেছিলেন,তা বলাই যায়।সাধারন মানুষের পাশে তিনি যেভাবে দাঁড়িয়ে ছিলেন করোনা পরিস্থিতিতে,এই কারনে তাকে সম্মান জানানোর জন্য একটি বিশেষ বিমান উৎর্সগ করা হয়েছে”স্পাইসজেট”নামক বিমান পরিষেবা।
আর এই স্পাইসজেট বিমানে আকাঁ রয়েছে সোনু সুদের প্রতিকৃত।সোনু সুদের ছবি র পাশে লেখা রয়েছে “A Salure to the Savious Sonu Sood”,অর্থাৎ রক্ষা কর্তা সোনু সুদকে স্যালুট জানায়”।এই সম্মান তিনি যর্থাথ ভাবেই তিনি পেয়েছেন কারন যে মানুষ টি মানুষের ভালোর জন্য নিজের সম্পতি পর্যন্ত বিক্রি করতেও পিছপা হননি।জস, খ্যাতি রদিক থেকে সোনু সুদ হয়তো অনেকটাই পিছিয়ে আছেন,কিন্তু মানুষের পাশে নিশ্বার্থ ভাবে তিনি যেভাবে দাঁড়িয়েছেন তাতে তিনিই হয়ে উঠেছেন মানুষের আসল হিরো।