বিশেষ প্রতিবেদন,৭ মার্চ
২০২০ তে করোনার প্রকোপ থাকার জন্য আইপিএলের আসর ভারত থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সৌদি আরবে।করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার জন্য ২০২১ এ আইপিএল ভারতেই অনুষ্ঠিত হবে। করোনা বিধিনিষেধ মেনে আইপিএল মোট ৬ টি শহরে অনুষ্ঠিত হতে চলেছে -আহমেদবাদ, বেঙ্গালুরু, কলকাতা, মুম্বাই, চেন্নাই ও নিউ দিল্লি। এই শহরে ২০২১ এর আইপিএলের আসর হবে, মোট ৬০ টি ম্যাচ ৫২ দিনের মধ্যে শেষ হবে। সে অনুযায়ী আইপিএলের দিন ঘোষণা হয়ে গেছে, শুরু হবে ৯ এপ্রিল এবং ফাইনাল খেলা হবে ৩০ মে। খেলোয়ারদের সমস্ত করোনার প্রটোকল মেনে চলতে হবে।