অবশেষে হুগলি সেতু কাণ্ডে উদ্ধার হলো নিখোঁজ হয়ে যাওয়া যুবকের মৃতদেহ।শনিবার বিকেল চারটের সময় সাউথ পোর্ট থানার দইঘাট এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার হয়।সাউথ পোর্ট থানা সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া যুবকের নাম মোহাম্মদ জাকির বয়স ছিল মাত্র 21 বছর।গত রবিবার 7 ই ফেব্রুয়ারি হুগলি সেতু থেকে চলছিল এমারোত খেলার ভিডিও রেকর্ডিং সেই ভিডিওতে দেখা যায় তিনজন ছিল ব্রীজের ওই পারে এবং বাকি পাঁচজন যারা অভিমান খেলার ভিডিও রেকর্ডিং করছিলেন। তিনজনের মধ্যে প্রথমে একজন চাপ দিলে তিনি ভেসে ওঠে কিন্তু দ্বিতীয়জন ঝাঁপ দেয়ার পরে আর ভেসে ওঠে নি।সেতুতে দাঁড়িয়ে থাকা বাকি বন্ধুরা জলে ভেসে থাকা প্রথম বন্ধুটিকে জল থেকে ভেসে না ওঠা দ্বিতীয় বন্ধুটির খোঁজ নিতে বলে কিন্তু অবশেষে তারাও বুঝতে পারে যে প্রথম বন্ধুটির অবস্থা খুবই আশঙ্কাজনক।মোহাম্মদ জাকির(২১) ৭ ই ফেব্রুয়ারি থেকে এতদিন নিখোঁজ ছিল তার দেহ কিন্তু শনিবার তার দেহটি খুঁজে পাওয়া যায়।