বিশেষ প্রতিবেদন,১৭ মার্চ
কলেজস্ট্রিটের কফিহাউস হলো বাঙালীর সংস্কৃতির একটি ঐতিহ্য।সেই কফিহাউসে ঢুকে পড়ল রাজনীতির রং।সোমবার কফি হাউসে গেরুয়া হামলার প্রতিবাদে দুই সংগঠন তীব্র প্রতিবাদ করে।বাংলার নবজাগরনের একটি জায়গা হলো কলেজস্ট্রিট।এই কলেজস্ট্রিট এর কফিহাউস হল বাংলার সংস্কৃতির একটি জায়গা।
এটি শিল্পী,সাহিত্যিক,বুদ্ধজীবীদের এক গুরত্বপূর্ণ স্থান।আর এই স্থানে কিছু যুবক গেরুয়া পোশাক পরে ঢুকে গন্ডগোল করে আর পোশাকে লেখা ছিলো” মোদী পাড়া”।এরফলস্বরুপ প্রতিবাদ মিছিল বের করা হয় দুটি সংগঠন থেকে।”নো ভোট টু বিজেপী”এই স্লোগান করে মিছিল করা হয় ,সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সুজাতা ভদ্র ও কস্তুরী বসু ।
অমিত সাহ ও নরেন্দ্র মোদী র কুশপুতুল ও পুড়ানো হয়।সংগঠন গুলি জানায় এরপর থেকে কফিহাউস যদি রাজনীতির রং আনার চেষ্টা করা হয় তাহলে আরো শক্তিশালী প্রতিবাদ করা হবে।কফিহাউস কে কোনো দিন মোদীপাড়া বলা যাবেনা তা স্পষ্ট করা হয় এই প্রতিবাদের মাধ্যমে।