বিশেষ প্রতিবেদন , ১৮ মার্চ
এবার থেকে অনলাইনের মাধ্যমে মিলবে লার্নার্ ড্রাইভিং লাইসেন্স ।নতুন গাড়ী কেনার কথা ভাবলে ,এখন ই কিনে ফেলুন ।কারন অনলাইনের মাধ্যমে করতে পারবেন ড্রাইভিং লাইলেন্স।মিনিস্ট্রি অফ রোড ট্রানসফোর্ট হাইওয়েজ (MORTH)থেকে এমন ই বিজ্ঞপ্তি করা হয়েছে।বাড়িতে বসেই করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স।অনলাইনে রেজিস্ট্রেশন করতে শুধু আধার অথেন্টিকেশনের সাহায্যে কানট্যাকলেশ করলেই মিলবে সুযোগ সুবিধা গুলি।
MORTH থেকে বলা হয়েছে এতে করে গ্ৰাহক রা সহজেই ড্রাইভিং লাইসেন্স করতে পারবে।এই অললাইন মাধ্যমে করা রেজিস্টশন সারা দেশে বৈধ হবে তা জানানো হয়।আবেদন করার জন্য প্রথমে ক্লিক করতে হবে, “https://parivahan.gov.in/en/content/driving licence.এরপর ড্রপডাইন মেনুতে গিয়ে online services অপশনে যেতে হবে।এরপর ক্লিক করুন Driving licence related services.
তার পর select state স্ক্রল ডাউন মেনুতে গিয়ে বেছে নিন নিজের রাজ্য।এরপর apply for learner licence or Apply for DL renewal ,এরমধ্যে আপনার প্রয়োজনটা সিলেক্ট করুন”।