মটোরোলা জি সিরিজের এই G40 মডেলটি দেখতে নজর কাড়ার মতো।ফেব্রুয়ারি মাসের শেষের দিকে মটোরোলা জি সিরিজের G40 মডেলটি ভারতে চালু করতে পারে এমনটাই জানালো “ibiza”।
এই মডেলটিতে আছে কোয়ালকম প্রশেসর এবং এটি একটি ফাইভ-জি অ্যান্ড্রয়েড সেট। মটোরোলার জি-সিরিজের এই G40 মডেলটিতে স্নাপড্রাগণ 480 স্যারের সাথে 6 জিবি RAM আছে এবং অ্যান্ড্রয়েড ইলেভেন ইন্সটল আছে। এমনকি জি-সিরিজের এইচডি ফটো মডেলটিতে আছে 90 HZ IPS LCD ।