বিশেষ প্রতিবেদন ,১১ মার্চ
ভারতে আবার আনা হল রাফাল।পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের হাসিমারায় রাখা হবে এই যুদ্ধবিমানের দ্বিতীয় স্কোয়াড্রনটি।আগামী এপ্রিল মাসে আসবে এই রাফাল টি।চিন দিন দিন যুদ্ধমুখী হয়ে উঠছে আর সেই চিনকে আটকানোর জন্য আনা হচ্ছে এই স্কোয়াড্রনটি।২০১৬ খ্রীস্টাব্দে ৩৬টি রাফাল কেনার চুক্তি হয়েছিলো ফ্রান্সের সঙ্গে।৭ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে এই রাফাল আনা হচ্ছে প্রথম দফায়।২০২২ সালে সব যুদ্ধবিমান গুলি আনা হবে।বৃহস্পতিবার সংবাদসংস্থা ANI র কাছে বায়ুসেনার অধিকারিকরা জানিয়েছে।এরমধ্যে প্রথম স্কোয়াড্রনটি রাখা আছে আম্বালয়ে।যার নাম রাখা হয়েছে ‘গোল্ডেন অ্যারোজ’।এই স্কয়োড্রনটির কি নাম রাখা হবে তা এখন ও ঠিক করা হয় নি।তবে দেশ আরো শক্তিশালী করবে এই রাফাল টি।