২০১৯ সালের ১৪ ই ফেব্রুয়ারি ভারতের জম্বু শ্রীনগর জাতীয় সড়কে পুলওয়ামায় ঘটে গেছিল এক দুঃখময় ঘটনা। যেখানে প্রাণ হারিয়েছিলেন ৪০ জন সিআরপিএফ সেনা জওয়ান। যার মধ্যে একজন ছিলেন আমাদের হাওড়া জেলার উলুবেড়িয়ার বীর সন্তান শহীদ বাবলু সাঁতরা।
আজ ১৪ ই ফেব্রুয়ারি ২০২১ উলুবেড়িয়ার বীর সন্তান বাবলু সাঁতরার মূর্তি বসতে চলেছে তারা বাড়ির সামনের মাঠে উলুবেড়িয়া পৌরসভার ১১ নং ওয়ার্ডে। শুধু তাই নয়, তাঁকে স্মরণ করতে উলুবেরিয়া পৌরসভার পক্ষ থেকে তাঁর বাড়ির সামনে রাস্তার নামকরণ করা হয়েছে “শহীদ বাবলু সাঁতরা সরণী”।ভারত মাতার বীর সন্তান বাবলু অমর রহে।