মনুষ্যতের একটি বড়ো উদাহরন হলেন সোনু সুদ।করোনা পরস্থিতিতে সাধারন মানুষের কাছে ভগবানের দূতে পরিণত হয়েছিলেন।করোনা পরিস্থিতির সময় যখন পরিযায়ী শ্রমিক রা বাড়ী ফিরতে চেয়েছিলেন ,কিন্তু তাদের হাতে কোনো পয়সা পর্যন্ত ছিলো না সেইসময় সোনু সুদ নিজের টাকা দিয়ে বাস ভাড়া করে বাড়ি ফিরিয়ে দিয়ে আসেন।কর্নটক থেকে উত্তরপ্রদেশ,রাজস্থান,বিহাড় পর্যন্ত পরিযায়ী শ্রমিক দের বাড়ি পৌঁছে দেন।
এমনকি উড়িষ্যায় আটকে যাওয়া ১৭৭ জন ছাত্রীদের তাদের বাড়ি পৌঁছে দেবার জন্য নিজে জাহাজ এর ব্যবস্থা করে দেন।তিনি প্রমান করে দেন তিনি কতটা মানবিক।তার কাছে টাকার থেকে গরীব মানুষদের রক্ষা করাটাই হল করোনা পরিস্থিতে তার লক্ষ্য তা তিনি প্রমান করেন বিভিন্ন সমাজসেবামূলক কজের মাধ্যমে।এই সব কাজের জন্য সাধারন মানুষদের কাছ থেকে অনেক আর্শীবাদ ও পেয়েছেন,সঙ্গে পেয়েছেন সোশ্যাল মিডিয়ায় অনেক প্রশংসা ।
সোনু সুদ বলেন মানুষ তার বাড়ি পৌঁছাবেন এর থেকে বড়ো আর কিছু নেই।তার বাবার নামে করা হোটেল(shakti Sagar) করোনা পরাস্থিতির সময় পুলিশ কর্মী ও সাস্থ্যকর্মীদের থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন।প্রায় ১২ হাজার মানুষকে বাড়ী পৌঁছে দিয়েছেন।এই কাজের জন্য বলিউড অভিনেতারাও তাকে ধন্যবাদ জানিয়েছেন।তাকে কেউ সাহায্যের কথা জানালেই তিনি একটি কথা বারবার বলেছেন’ভাই তুই তোর ঘর অবশ্য ই যাবি’।তিনি প্রমান করে দিলেন কারো সাহায্য ছাড়াই কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়।