বিশেষ প্রতিবেদন, ২৮ ফ্রেব্রুয়ারি
কলকাতায় আজ ব্রিগেডে বামফ্রন্ট, আইএসফ(ISF), কংগ্রেসের মহাজোট দেখা যাবে।ভোটের দামামা শুরু হয়ে গেছে।তৃনমূল,বিজেপীর সাথে সাথে বামফ্রন্ট, আইএসফ(ISF), কংগ্রেসরা যে পি ছিয়ে নেই তা প্রমাণ করতে চলেছে এই ব্রিগেড অধিবেশন।প্রতি টা রাজনৈতিক দল নিজের মতো করে প্রচার করে চালাচ্ছে।আজ ব্রিগেড অধিবেশনে বাম,কংগ্রেসের পাশাপাশি পীরজাদা আব্বাস সিদ্দিকি কেও দেখা যাবে।বাম এর সঙ্গে সমঝোতা এবং কংগ্রেসের সাথে দলাচলের পর আব্বাস সিদ্দিকি রবিবার আসছে তা জানিয়ে দেন।তৃনমূল ও বিজেপী দলের বিরুদ্ধে ইন্ডিয়ান স্যাকুলার ফ্রন্ট (Indian secular Front) এই মহাজোটে অংশ গ্ৰহন করবে। ব্রিগেডে আজ লাল ঝান্ডার পাশাপাশি ISF,কংগ্রেসেরপতাকায় ভরিয়ে দেবে সর্মথকরা তা মনে করা হচ্ছে।সবমিলিয়ে ব্রিগেডে চরম উত্তেজোনা দেখা যাবে।প্রত্যেক বক্তার বক্তবে উঠে আসবে ভোটের সমীকরণ।এই মহাজোটের এক বিশেষ নামকরন করা হয়েছে ইউনাইটেড অ্যালায়েন্স (united alliance) বলে মনে করা হচ্ছে।শুক্রবার বামফ্রন্ট পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম জানিয়েছেন এই মহাজোটের এক পোশাকি নামকরন করা হয়েছে।ইউনাইটেড অ্যালোয়েন্স নাম দিয়ে ভোটপ্রচারে নামতে চলেছে এই জোট বলে মনে করা হচ্ছে।বিশেষভাবে প্রচার করছে বামফ্রন্ট, তারা কলকাতার বিভিন্ন স্থানে স্থানে গিয়ে ‘ ফ্যাব মভ ‘ করছে।