বিশেষ প্রতিবেদন ,১৫ মার্চ
অষ্টাদশ শতকের নবজাগরনের অন্যতম কান্ডারী হলেন কালী সাধক রামকৃষ্ণ দেব ।তিনি জন্মগ্ৰহন করেছিলেন কামারপুকুরের এক ব্রাহ্মন পরিবারে।মায়ের গর্বে থাকাকালীন তার মা বাবা অলৌকিক ঘটনা দেখেছিলেন।তাকে বলা হত যুগবতার ঠাকুর।ছোটোবেলা থেকেই তিনি সহজ সরল ছিলেন।সবাইকে সঠিক পথ দেখিয়েছিলেন।
১৮৫৫ খ্রীস্টাব্দে রানী রাসমনী রামকৃষ্ণ দেব কে দক্ষিনেশ্বর মন্দিরে মা ভবতারিনীর মন্দিরে প্রধান পূজারী হিসাবে নিযুক্ত করেন।সারাজীবন তিনি দক্ষিনেশ্বরের পূজারী হিসাবে কাটিয়ে দেন।তার বিবাহ হয় মা সারদা সাথে।
তার প্রধান শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ।রামকৃষ্ণের উৎসাহে এবং হিন্দু ধর্ম সারা বিশ্বে ছড়িয়ে দেবার জন্য আমেরিকার শিকাগো শহরে পাঠান স্বামীবিবেকানন্দ কে।তিনিই গোটা দেশ কে বুঝিয়েছেন “টাকা মাটি মাটি টাকা”।বর্তমানেও তার বানী গুলি আজ ও সত্য ।রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মদিন আজ ও প্রত্যেক বাঙালী তথা গোটা হিন্দুদের কাছে নমস্য।