বিশেষ প্রতিবেদন, ১২ ই মার্চ
আজ বাংলা সহ গোটা দেশের গর্ব গানের রানী সুরেলা কন্ঠী শ্রেয়া ঘোষালের জন্মদিন ।১৯৮৭ সালে ১২ই র্মাচ গায়িকা শ্রেয়া ঘোষালের জন্ম হয়।তার বাড়ি পশ্চিমবঙ্গের দুর্গাপুর জেলায়।এক বাঙালী ব্রাহ্মান পরিবারে তার জন্ম হলেও শ্রেয়া ঘোষালের পূর্বপুরুষরা বাংলাদেশের বিক্রমপুরের হাসানা গ্ৰামের অধিবাসী ছিলেন।তার বাবার নাম বিশ্বজিৎ ঘোষাল পারমানবিক কেন্দ্রের কর্মী ছিলেন।তার মা সাহিত্যে পোষ্টগ্ৰ্যাজুয়েট।ছোটো থেকে মায়ের কাছেই গানের হাতেঘরি ৪ বছর বয়স থেকে। জি টিভির সা রে গা মা পা প্রতিযোগিতায় অংশ গ্ৰহন করেন এবং জিতেন সেখানে কল্যান জীর দৃষ্টি আকর্ষন করেন।
কল্যান জী ছিলেন ওই প্রতিযোগিতার র্যাচ ছিলেন।তাঁর ই পরামর্শে শ্রেয়ার পরিবার মুম্বাই য়ে চলে আসেন।মুম্বাই য়ে এসে কল্যান জীর কাছে গানের তালিম নেন।শ্রেয়া ঘোষাল যখন আবার জী টিভি র সা রে গা মা পা তে অংশ গ্ৰহন করেন সেখানে সিনেমা পরিচালক সঞ্জয় লীলা বনসালীর দৃষ্টি আকর্ষন করেন তার গানের সুরেলা প্রতিভার মাধ্যমে।২০০৩ সালে শরৎ চন্দ্রের উপন্যাস থেকে নেওয়া দেবদাস সিনেমায় পাঁচ গানে তিনি কন্ঠ দেন।এখান থেকেই প্লেব্যাক সিঙ্গার হিসাবে পরিচিত হতে শুরু করেন।তিনি২০০৩,২০০৬,২০০৮,২০০৯ সালে চারবার জাতীয় পুরস্কার পান।শ্রেয়া ঘোষাল বাংলা,হিন্দি,তেলেগু,মারাঠি ইত্যাদি বিভিন্ন ভাষার গানে তার কন্ঠ দিয়েছেন।২০১৫ সালে তিনি বিবাহ করেন বহু দিনের প্রেমিক শিলাদিত্য মুখোপাধ্যায় কে।এই সফল গায়িকা সম্প্রতি সোশ্যাল মিডিয়াই জানান তার প্রেগন্সির কথা।তার ডোলারে ডোলা গান টিআজ ও সবার প্রিয়।তার প্রতিটি জন্মদিন খুব আনন্দে কাটুক এই কামনায় করি।
এবছরেই তিনি মা হতে চলেছেন এই সুখবরটি তিনি তার সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন।