বিশেষ প্রতিবেদন ,২৪ মার্চ
করোনা সংক্রমন যা গোটা বিশ্বে ছড়িয়ে পরেছে তার উৎস হিসাবে অনেকেই দাবী করেছিলো চিন ই এর জন্য দায়ী।চিন কোনোভাবেই তা স্বীকার করেনি।এবার WHO বিশেষজ্ঞদের একটি দল জানায় বেজিং এ যে বন্যপ্রানী নিয়ে ব্যবসা চলত তা থেকেই হয়তো করোনা সংক্রমন ছরিয়ে পরেছে।বিশেষজ্ঞ দলের পিটার দাসজ্যাক বলেন,দঃ চিনের হ্ননান সিফুড হোলসেল মার্কেট এ প্রথম করোনা সংক্রমন হয় এবং সেই চত্বর থেকেই হয়তো ছরিয়ে পরেছে এই অতিমারী সংক্রমন গোটা বিশ্বে।তিনি আরো বলেছেন,২০২০ সালের ফেব্রুয়ারীতে চিন বন্যপ্রানী ব্যবসা বন্ধ করে দেয় কেন?
বিশেষজ্ঞ দলের একটি দল জানিয়েছে,২০১৯ সালের ডিসেম্বরের আগে মানুষ কিন্তু করোনায় আক্রন্ত হয়ে ছিলো।প্রাক্তন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প থেকে আরও অনেকেই অভিযোগ জানিয়েছিলো চিনের বেজিং এর দিকে।অনেকে এও দাবী করেন,ইউহানের ল্যাবরেটারিতেই কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে এই ভাইরাস।কিন্তু বারবার চিন সমস্ত অভিযোগ খারিজ করেছে ও বলেছে এই সংক্রমন ইউরোপ থেকে ছড়িয়েছে।চিনের সমস্ত বক্তব্য কে নস্যাত করে বিশ্ব স্বাথ্য সংস্থা( WHO ) চিনের মিথ্যেচার সবার সামনে আনার চেষ্টা করল।