বিশেষ প্রতিবেদন,৭ মার্চ :
স্কুটার কেনার সময় সমস্ত ক্রেতাদের মনে সবসময় একটা প্রশ্ন থাকে ফুল চার্জে কতটা চলবে অর্থাৎ কতটা মাইলেজ দেবে?
বিশদে জানতে ই-স্কুটারটির পুরো তথ্য নিচে দেওয়া হল।
ব্যাঙ্গালোর ভিত্তিক সংস্থা ‘Bounce’ ব্যাটারি চালিত যান নির্মাতা তাদের ই- যানের সম্ভারে নতুন সংযোজন করল Bounce E-Electric Scooter।
এক নজরে দেখে নেওয়া যাক কিকি ফিচার্স রয়েছেঃ-
১. ফুল চার্জে প্রায় ষাট কিমি চলবে এমনটাই দাবি করেছে সংস্থা।
২. Bounce E-Electric Scooter এ থাকবে ব্যাটারি swap করার অপশন। ব্যাপারটা তো অনেকেই বুঝলেন না!তাহলে এবার একটু বলি, ধরুন আপনার ই-স্কুটার এর ব্যাটারির শেষের দিকে ওই মুহূর্তে আপনি মোবাইল অ্যাপে দেখে নিয়ে চলে যান নিকটবর্তী সোয়াপিং স্টেশন আর আপনি ডাউন ব্যাটারি বদলে একটি ফুল চার্জ ব্যাটারি নিয়ে নিতে পারবেন।
৩. এটা সম্ভব হচ্ছে কারণ ব্যাটারিটা লিজে পাবেন।
৪. Bounce E-Electric Scooter এ আপনি পেয়ে যাবেন সাবস্ক্রিপশন অরেন্টাল ভিত্তিক ।
৫. ই-স্কুটার টি ১০০ সিসির বাইক এর আকারের মত যা বসার জন্য খুবই আরামদায়ক।
৬. Bounce E-Electric Scooter এ থাকছে স্প্রিং লোডেড সাসপেনশন ও ছোট হ্যান্ডেল বার।
আপাতত শুধুমাত্র বেঙ্গালুরু হায়দ্রাবাদে লঞ্চ হচ্ছে তবে সংস্থা জানিয়েছে খুব শীঘ্রই দেশের অন্যান্য শহরে ব্যবসা শুরু করার পরিকল্পনা করছে তারা।